বাংলাদেশ অল্প কিছুদিনের ব্যবধানে ফিফা র‌্যাকিংয়ে ২ ধাপ উপরে

বাংলাদেশ ফুটবল দলকে মাত্র কিছুদিনের ব্যবধানে বদলে দিয়েছেন লোডভিক ডি ক্রুইফ। ১৫৪ থেকে এগিয়ে  এখন ১৫২ তে পৌঁছেছে বাংলাদেশ। এর ফরে লাল-সবুজদেও অবস্থান ২ ধাপ উপরে উঠলো। ডাচ কোচ বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে একটু একটু করে বদলে যাচ্ছে রাল-সবুজরা। আগামী জুলাই থেকে বাংলাদেশ দলের পুরোপুরি দায়িত্ব গহণ করবেন এই কোচ।

সাফ গেমসকে লক্ষ্য করে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ইতিমধ্যে ৩০ জনের একটি তালিকা বাফুফের কাছে জমা দিয়েছেন  লোডভিক ডি ক্রইফ।

উল্লেখ্য, ডাচ এই কোচ প্রথম অ্যাসাইনমেন্টে সফল ছিলেন। চ্যালেঞ্জকাপে ফিলিস্তিনের মতো একটি দলের সাথে তারা প্রাণপনে লড়াই করেছে। শুধু প্রতিপক্ষের খেলোয়ার হাতিম তিবের একটি শটে ১-০ তে হেরে যায় বাংলাদেশ।

ফিলিস্তিনের সাথে হেরে গিয়ে কিছুটা হতাশ হয়ে পড়লেও নেপালের সাথে লড়াই করে ২-০ গোলে জিতে তারা। পরের ম্যাচে নর্দান মারিয়ানা আইল্যান্ড এর বিপক্ষে ৪-০ গোলে জয়ের পেছনে তকলিস আহমেদের প্রশংসা করেন কোচ ডি ক্রুইফ।

খেলাধূলা শীর্ষ খবর