ইসরাইলের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অচল ধারণা: বেনেট

ইসরাইলের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অচল ধারণা: বেনেট

সোমবার ইহুদি বসতি নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন আমরা দখলদার নই, এটি আমাদেরই ভূমি। তাছাড়া ইসরাইলের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি একটি অচল ধারণা।

মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়া পুনরায় জোরদার করার মার্কিন প্রচেষ্টার মধ্যেই বেনেট এ মন্তব্য করেন। এছাড়া ইসরাইল ফিলিস্তিন সমস্যা সমাধানে পাশাপাশি দুই রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা তার কফিনে শেষ পেরেক ঠোকার জন্য বেনেটকে অভিযুক্ত করারও সুযোগ পেল ফিলিস্তিন।

কট্টরপন্থী জাতীয়তাবাদী জুইশ হোম পার্টির নেতৃত্বে থাকা বেনেট আরো বলেন, ইসরাইলী ভূমি আরো বাড়ানো ও বসতি নির্মাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, একটি নিরর্থক বিষয় নিয়ে এতো শক্তিক্ষয়ের নজির ইসরাইলের ইতিহাসে নেই।

বেনেট আরও বলেন, এখানে কখনই কোন ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।

 

আন্তর্জাতিক শীর্ষ খবর