শান্তিপূর্ণভাবে চার সিটি নির্বাচন হওয়ার পর নির্বাচনে সেনাবাহিনী ব্যবহার না করার পক্ষে জোরাল অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন মনে করে, নির্বাচনের জন্য রাজনৈতিক প্রক্রিয়া থেকে সেনাবাহিনীকে দূরে রাখাই উচিত।
বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন করেনি নির্বাচন কমিশন। যদিও বিএনপি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন এবং সংসদীয় আসনের উপ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। কিন্তু কমিশন মনে করে, সেনাবাহিনী ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সেটা গত চার বছরে প্রমাণ হয়েছে বলেও মনে করে কমিশন।
নবগঠিত আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও তাই সেনা থাকছে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন। চার সিটিতে সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
তাই গাজীপুরেও পুলিশ, র্যাব, বিজিবি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দিয়েই নির্বাচনের পরিবেশ নিশ্চিত দাঁড়াই নির্বাচন সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশনের স্পষ্ট ধারণা।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, সেনাবাহিনী ছাড়া চার সিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে আমরা জনগনের কাছে আস্থাও অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আসন্ন গাজীপুর সিটি নির্বাচন সহ জাতীয় নির্বাচনে সেনা নাও দেওয়া হতে পারে।