ঢাকাঃ ০২ আষাঢ় (১৬ জুন): আসন্ন রমজানে উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এর সরবরাহ ও মূল্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করছে। যাতে কোন অবস্থাতেই এ সকল পণ্যের মূল্য বৃদ্ধি না পায় এবং সরবরাহ স্বাভিবিক থাকে, সে বিষয়ে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য যাতে কোন কারনে অস্বাভাবিক না হয় সেজন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। আশাকরা হচ্ছে এবার কোন পণ্যের মূল্যবৃদ্ধি হবে না এবং সরবরাহ পর্যাপ্ত থাকবে। বাজারে চাহিদা মোতাবেক নিত্য পণ্যের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এ বিষয়ে ব্যবসায়ি ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তজা রেজা চৌধুরীর এর সভাপতিত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ন্যায়্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটির এক জরুরি সভায় সকলে একমত পোষন করেন।
বর্তমানে সকল পণ্যের মজুদ ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আসন্ন রমজান মাসে যাতে কোন পণ্যের মূল্য বৃদ্ধি না হয় এবং বাজারে চাহিদা মোতাবেক সরবরাহ স্বাভিাবিক থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সকলে বিভিন্ন সাময়িক সমস্যার কথা তুলে ধরে আগামি রমজান মাসে কোন ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করা হয়। আসন্ন রমজান মাসে চাহিদার তুলনায় আনেক বেশি পণ্য মজুত আছে বলে সভায় জানানো হয়। পবিত্র রমজানকে সামনে রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় জানানো হয়, কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এ আন্তঃমন্ত্রণালয় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণায়, খাদ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, টেরিফ কমিশন, আমদানী-রপ্তানী নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যংক, কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় গোয়েন্দা সংস্থার এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।