সিটিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাতে তিনি একথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, আমরা অনেকগুলো নির্বাচন করেছি, তার মধ্যে এটা ছিল বড় নির্বাচন। এই নির্বাচনকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্ততির প্রথম ধাপ হিসেবেই দেখছি আমরা।
নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর ও ঢাকাসহ আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।
ভোটারদের সহযোগিতা চেয়ে শাহ নেওয়াজ বলেন, চার সিটি নির্বাচনে জনগণ আমাদের সহযোগিতা করেছে। আমরা আগামী নির্বাচনগুলোতেও জনগণের সহযোগিতা চাই।
তত্ত্বাবধায়ক বা অন্তর্বতীকালীন সরকারের অধীনে ইসি সুষ্ঠু নির্বাচন করতে কতটুকু সক্ষম? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সরকার যেই পদ্ধতির হোক না কেন আমরা নির্বাচন করতে সক্ষম। সরকার কীরূপ হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। আমাদের কাজ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।