সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে বলে রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের জবাবে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে খুশি ভোট দিতে পেরেছে। এ নির্বাচনে সরকার ও গণতন্ত্রের জয় হয়েছে। আওয়ামী লীগ সফল সরকার।
শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য। আগামী নির্বাচনে জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় আসবো না। কিন্তু ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না।
শেখ হাসিনা বলেন, অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আনার চেষ্টা করবেন না। তাহলে কোনো নির্বাচনই হবে না।
তিনি বলেন, দীর্ঘদিন জনগণের ভাত ও ভোটের সংগ্রাম করেছি। এ নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। যাকে ভোট দিয়েছে সেই জয়লাভ করেছে। জনগণের রায় সবাইকে মেনে নিতে হবে।
বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের নির্বাচনের এতো দিনের যে কালচার ছিল তা শেষ হয়েছে। আমাদের সময়ে পাঁচ হাজার ৬৪৬টি নির্বাচন হয়েছে। এ সময় অনুষ্ঠিত কোনো নির্বাচন নিযে কেউ প্রশ্ন তুলতে পারেনি।