জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান: সিইসি

জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান: সিইসি

চার সিটি করপোরেশনের (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। নির্বাচনে পরাজিত প্রার্থী ও সমর্থকদের জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
চার সিটির ভোট গ্রহণ শেষে গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। তিনি আরও বলেন, চার সিটি নির্বাচনের চেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে। সেটা জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনে বড় পরীক্ষা দেব।

সিইসি জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতা যাতে না ঘটে, সে জন্য আজ রোববার পর্যন্ত চার সিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করবে। নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে কাজী রকিব বলেন, বিএনপি আগেও অভিযোগ করেছে। আজও করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে ইতিবাচক কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বরিশালের একটি কেন্দ্র ছাড়া কোথাও তেমন কোনো গোলযোগ হয়নি।

নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত না থাকায় এ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, প্রযুক্তির যুগে এক জায়গায় দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিতে হয় না। অফিসে আসাটা বড় কথা নয়, কাজ করাটা বড় কথা।
সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর