ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত আশরাফুল ইংল্যান্ড ভ্রমণে যাচ্ছেন?

ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত আশরাফুল ইংল্যান্ড ভ্রমণে যাচ্ছেন?

মোহাম্মদ আশরাফুলকে কয়েকদিন আগে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনে দেখার পর থেকেই গুঞ্জনটা শুরু। অনেকেই ধারণা করছেন, আশরাফুল ব্রিটেন যাচ্ছেন। তবে আশরাফুলের তরফ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য মেলেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আশরাফুলের বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই। ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, তার ওপর এরকম কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এবং তা করতে আকসুর তরফ থেকেও কোনো সুপারিশ নেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এখন আশরাফুল। তিনি নিজে তদন্তকারী সংস্থা আকসুর কাছে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পরে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন জাতির কাছে। এখন আকসু রিপোর্ট এলে জানা যাবে, ঠিক কী শাস্তি পাচ্ছেন তিনি।

ইতিমধ্যে আশরাফুলের ঢাকায় জীবনযাপন স্বাভাবিকভাবেই গৃহবন্দী একটা রূপ পেয়েছে। এ অবস্থায় তিনি দেশের বাইরে গিয়ে হাফ ছাড়তে চাইতে পারেন। যদিও আশরাফুল বলেছেন, তার ব্রিটেনের ভিসা অনেক আগে থেকে নেওয়া আছে এবং তার ভ্রমণে কোনো বাধা নেই। তারপরও এ নিয়ে গুঞ্জন চলছে।

 

খেলাধূলা শীর্ষ খবর