ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সারা দেশে লাখ লাখ ভোটার দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আহমাদিনেজাদের উত্তরাধীকারী নির্বাচন করতে ভোট কেন্দ্রে জড়ো হয়েছেন।
শুক্রবার সকাল ৮টায় সারাদেশে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ৬ জন। এদের ছয়জনকেই রক্ষণশীল প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে। তবে এদের মধ্যে ধর্মীয় নেতা হাসান রোহানিকে কিছুটা সংস্কারপন্থী বলে মনে করা হচ্ছে। তার প্রতি ইরানের সংস্কারবাদীরা সমর্থন জানিয়েছেন।
অন্য পাঁচ প্রার্থীর মধ্যে ইরানের নিউক্লিয়ার বিষয়ে বর্তমান প্রধান মধ্যস্থতাকারী সায়িদ জলিলি অন্যতম। বাকী প্রার্থীদের মধ্যে ইরানের রাজধানী তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি উল্লেখযোগ্য। এই তিনজনকে রক্ষণশীল পক্ষের মূল প্রতিনিধি হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি ও সাবেক টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মাদ কারাজি।