পদ্মা দুর্নীতি: বিশ্ব্যাংকের প্রতিবেদন বস্তুনিষ্ঠ কিন্তু পূর্ণাঙ্গ নয়

পদ্মা দুর্নীতি: বিশ্ব্যাংকের প্রতিবেদন বস্তুনিষ্ঠ কিন্তু পূর্ণাঙ্গ নয়

পদ্মা দুর্নীতি নিয়ে বিশ্ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের দেয়া চূড়ান্ত প্রতিবেদন বস্তুনিষ্ঠ কিন্তু পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও আগামী সোমবার বিশ্বব্যাংকের এ প্রতিবেদনের জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সোনালী ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী হলমার্ক কেলেঙ্কারীর ব্যাপারে বলেন, সোনালী ব্যাংকের দুর্নীতির দায়ে হলমার্কের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এদের সহায়তাকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া  হবে সে বিষয়ে পরে জানানো হবে।

অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর