সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি স্বীকার করেছে আ’লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি তা স্বীকার করে নিয়েছে।

প্রধানমন্ত্রী চার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেয়ায় প্রধান বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গোলযোগের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সংসদে আলোচনা করবে না, শুধু গোলমাল করে বেড়াবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এলে জেলের ভাত খেতে হবে।

তিনি আরও বলেন, যেসব বুদ্ধিজীবীরা মাঝে মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সোচ্চার হন তারাই মাইনাস টু ফর্মুলা দিয়েছিলেন। তাই এদিক ওদিক না করে বিরোধীদলীয় নেত্রীকে গণতন্ত্রের পথে আসার পরামর্শ দেন তিনি।

নওগাঁ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর