পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘোষণা দিয়েছেন যে, তিনি নির্বাচনী রাজনীতিতে আর অংশ নেবেন না। তবে নির্বাচনী রাজনীতি না করলেও শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দলীয় কার্যক্রমে সক্রিয় থাকবেন তিনি।
সংসদে বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে নির্বাচনী রাজনীতিতে আর অংশ নেবো না। তবে দলীয় রাজনীতিতে শেখ হাসিনা যে নির্দেশ দেবেন, তা সম্পন্ন করার চেষ্টা করবো।
টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর বয়স এখন ৭০ বছর। তিনি শেখ হাসিনার এই সরকারে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ নিয়ে চতুর্থবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় ‘সংস্কাররপন্থীদের’ বিরোধিতা করে শেখ হাসিনার পক্ষে যে কয়েকজন নেতা দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তার একজন লতিফ সিদ্দিকী।