নিজস্ব অর্থায়নে পদ্মা প্রকল্প বাস্তবায়ন সম্ভব: বিশ্ব ব্যাংক

নিজস্ব অর্থায়নে পদ্মা প্রকল্প বাস্তবায়ন সম্ভব: বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক মনে করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আর একথা জানিয়েছেন, বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি জোহানেস জাট। মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন নিয়ে যখন দেশের বিশিষ্ট অথনীতিবিদরা সমালোচনায় মুখর ঠিক তখনই বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এমন বক্তব্য দিলেন।

জোহানেস জাট বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক পুনরায় অর্থায়ন করবে না। তবে অন্য কোনো উপায়ে প্রকল্পের আর্থিক সহায়তা দেয়া হতে পারে।

উল্লেখ্য, ২৯০ কোটি ডলারের বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি পরে সরে যায়। এরপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। চলতি অর্থবছরের পর আগামী অর্থবছরের বাজেটেও এই প্রকল্পে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর