আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আশা প্রকাশ করেছেন মহাজোট সরকার ফের ক্ষমতায় গিয়ে বাজেট বাস্তবায়ন করবে।
সুরঞ্জিত বলেন, অনেকে বলেছেন তিন সরকারের মেয়াদে বাজেট বাস্তবায়ন হবে। আমি তাদের বলতে চাই-তিন সরকার নয় এক সরকারই এ বাজেট বাস্তবায়ন করবে। আর সেটি হচ্ছে মহাজোট সরকার।
বিরোধীদলের উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘’কেউ বাজটেকে ‘বিগ বিউটিফুল বেলুন’ বলছেন, কেউ বলছেন ‘উচ্চাভিলাষী’, কেউ বলছেন ‘নির্বাচনমুখী’। কিন্তু আমি বলব আমাদের অবশ্যই উচ্চাভিলাষী হতে হবে। হ্যাঁ, সত্যি এটি উচ্চাভিলাষী বাজেট। ১৬ কোটি মানুষের দেশে উচ্চাভিলাষী বাজেট না দিয়ে কি চড়ুই পাখির মত বাজেট দেবে? এটি নির্বাচমুখী বাজেট। জনগণের বাজেট। জনগণের উন্নয়নেই এ বাজেট দেয়া হয়েছে। আপনারা যদি নিম্নভিলাসী হন, তাহলে নিচের দিকে তাকান।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা এ বাজেটকে উচ্চাভিলাষী বলবো না তো কি বলবো? স্বৈরাচারী বাজেট বলবো? জামায়াতি বাজেট বলবো? হেফাজতি বাজেট বলবো? আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে স্বৈরাচারী, জামায়াতি, হেফাজতি বাজেট করেন।’