অবিসংবাদিত বর্ণবাদী নেতা ম্যান্ডেলার শারীরিক অবস্থা স্থিতিশীল

অবিসংবাদিত বর্ণবাদী নেতা ম্যান্ডেলার শারীরিক অবস্থা স্থিতিশীল

অবিসংবাদিত বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার (৯৪) শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার এক সরকারি বিবৃতিতে জানান,  সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এখনও হাসপাতালে রয়েছেন। তবে  তার অবস্থা আগের মতোই অপরিবর্তনীয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ম্যান্ডেলা তার জোহানেসবার্গের বাসায় কয়েকদিন ধরেই দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ অবস্থায় ম্যান্ডেলা ও তার পরিবারের জন্য দেশজুড়ে সবাইকে প্রার্থনা করতে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়া হয়। এবছর এ নিয়ে তাকে তিনবার হাসপাতালে নেওয়া হলো।

উল্লেখ্য, নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি কারারুদ্ধ ছিলেন দীর্ঘ ২৭ বছর। সেখানে কাজ করতে করতেই তার ফুসফুসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর