৫ মে রাজধানীর মতিঝিল-পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রোববার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
উল্লেখ্য, ১৩ দফা দাবিতে গত ৫ মে ঢাকা অবরোধের পর বিকালে মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতকর্মীরা। ভোররাতে তাদের সাঁড়াশি অভিযান চালিয়ে তুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
তবে তুলে দেয়ার আগে ৫ মে দুপুর থেকে রাত পর্যন্ত মতিঝিল থেকে পল্টন পর্যন্ত এলাকায় চলে হেফাজতকর্মীদের তাণ্ডব। বহু দোকান, গাড়ি পুড়িয়ে দেয় তারা, কেটে ফেলে সড়ক দ্বীপের গাছগুলো, উপড়ে ফেলে সড়ক বিভাজক।
সৈয়দ আশরাফ জানান, বিজয় নগর, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ছোট, বড় ও মাঝারি ১ হাজার ২৫৫টি গাছ কাটা হয়েছিল সেদিন।
এছাড়া ৩ হাজার মিটার ফুটপাত, ২ হাজার ৮০০ মিটার কার্বস্টোন, ১ হাজার ৫৫ বর্গমিটার গ্রিল, ২ হাজার ৪৩৯ বর্গমিটার কাঁটাতারের বেড়া, ৩ হাজার ৫৪০ বর্গমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়।
মন্ত্রী আরো জানান, আটটি ট্রাফিক সিগন্যাল এবং বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন করে হেফাজতকর্মীরা।
মেরামত ও পুনর্স্থাপন জরুরি ভিত্তিতে করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার টাকা ব্যয় করছে।