প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা নেয়ার জন্য ভয়েস কল পাঠানোর উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ভয়েস কলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রিয় দেশবাসী আমি আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য আমরা কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টার করে দিয়েছি। আপনাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। আপনারা এই কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টারে আসুন, চিকিৎসা সেবা নিন। মা, শিশু এবং পরিবারের সকলে মিলে আপনারা এই চিকিৎসা সেবা নেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেটাই আমাদের কামনা। কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টার আপনাদের সেবায় নিয়োজিত।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে টেলিটক নম্বর (০১৫১২৩৪৫৬৭৮) থেকে এই ভয়েস কল করা হবে। প্রতিদিন ২০লাখ মানুষকে এই কল করা হবে। যদি কেউ এ কল সিরিভ না করেন তাকে ৩ বার এ কল করা হবে। এতে প্রতি কলে খরচ হবে ৩৬ পয়সা। মঙ্গলবার থেকেই এ ভয়েস কল চালু হবে বলে জানান সৈয়দ মোদাচ্ছের আলী।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সচিব এমএম নিয়াজউদ্দিন এবং কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।