কিছুক্ষণের মধ্যে কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ২ টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-ফ্রান্সের মধ্যকার এ প্রীতি ম্যাচ।
কনফেডারেশন কাপের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রেমিও’র পোর্তো অ্যালেগ্রে স্টেডিয়ামে আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
মাত্র কিছুদিন আগে দলের সাথে যুক্ত হওয়া কোচ লুইস ফিলিপ স্কোলারির অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ব্রাজিল। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেললেও ২-২ গোলে ড্র করতে বাধ্য হয় সেলেচাওরা। আর আজকের ম্যাচেও তাদের জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা।
দিদিয়ের দেশমের তরুণ ফ্রান্স দলটি এখন বেশ ফর্মে আছে। আর ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল সাম্প্রতিক সময়ে বলার মতো কোন পারফরম্যান্স করে দেখাতে পারেনি। দুদলের শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতেছে ব্রাজিল। আর শেষ তিন ম্যাচে তো কোন গোলই করতে পারেনি।
ব্রাজিল আর ফ্রান্সের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট নয়টি ম্যাচ। এর মধ্যে ফ্রান্সের পাল্লাটাই বেশি ভারি। তারা জিতেছে পাঁচটিতে। এর মধ্যে আছে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল ও ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনাল। অন্যদিকে ব্রাজিল জিতেছে মাত্র দুটি ম্যাচে। ড্র হয়েছে দুটি ম্যাচ।
তবে একদিক দিয়ে এগিয়ে আছে কোচ ফিলিপ স্কোলারির দল। আর সেটা হল দক্ষিণ আমেরিকাতে ২০০১ সালের পর একটি ম্যাচেও জিতেনি ফ্রান্স।