সোনিয়া গান্ধীর ছেলে ভারতের কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে ৫০০ কোটি রুপির আইনি নোটিশ দিয়েছে আসাম গণ পরিষদের (এজিপি) যুব শাখা। আসাম গণ পরিষদ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছিল জঙ্গি গোষ্ঠীর হাত ধরে’ কয়েকদিন আগে এমন মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী।
তাছাড়া আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগোই কংগ্রেস সহসভাপতির বক্তব্য সমর্থন করে এজিপি আর উলফাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পরেই গণ পরিষদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। বৃহস্পতিবার এজিপির যুব শাখা আইনি নোটিশে রাহুল গান্ধীকে ১৫ দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করতে বলেছে। এজিপির যুব সংগঠনের সভাপতি কিশোর উপাধ্যায় জানিয়েছেন, যদি কংগ্রেস সহসভাপতি ক্ষমা না চান, সেক্ষেত্রে আমাদের দলের মর্যাদা কালিমালিপ্ত করার জন্য তাকে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দল অনেক বছর ধরে বিদেশিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।