অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, নবম জাতীয় সংসদের শেষ কার্যদিবস হবে আগামী ২৫ অক্টোবর। বৃহস্পতিবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে একথা জানিয়ে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হবে।

বৃহস্পতিবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা একথা জানান।

প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সংসদ অধিবেশন বসেছিলো ২০০৯ সালের ২৫ জানুয়ারি।

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্ররা।
তবে সরকার ওই দাবি প্রত্যাখ্যান করে বলছে, সংবিধান থেকে বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর ফেরত আনা হবে না। চলতি বাজেট অধিবেশনে যোগ দেয়া বিরোধী দল যেন সংসদে থাকে, সেজন্য সরকারি দলের সংসদ সদস্যদের দায়িত্বশীল হতেও শেখ হাসিনা বলেছেন বলে ওই সংসদ সদস্য জানান।
শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল যেহেতু সংসদে আসছে, তাই এমন কোনো আক্রমণাত্মক বক্তব্য দেয়া যাবে না, যাতে তারা আবার চলে যায়। যুক্তি দিয়ে কথা বলতে হবে।
৮৩ দিন বর্জনের পর গত ৩ জুন সংসদ অধিবেশনে ফেরে বিরোধী দল। তবে এরপর তিন দফা ওয়াক আউট করেছে তারা। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময়ও তারা ছিলেন না।
ওই সংসদ সদস্য জানান, আওয়ামী লীগ সভাপতি দলের সব সংসদ সদস্যদের এলাকায় গিয়ে কাজ করতে বলেছেন। মহিলা সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় গিয়ে দলীয় নেতাদের নিয়ে কাজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, মহাজোট সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশ