ইন্টারনেট আয় দ্বিগুণ হবে জি২০ দেশগুলোতে

ইন্টারনেট আয় দ্বিগুণ হবে জি২০ দেশগুলোতে

বোস্টন পরামর্শক দলের ধারণা, ২০১৬ সালের মধ্যে জি২০ দেশগুলোর ইন্টারনেট আয় প্রায় দ্বিগুণ হবে।

মোবাইলে ইন্টারনেট ব্যাবহারের কারণে এই আয়ের পরিমান দ্রুত বেড়ে দাঁড়াবে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে।

ওয়েব জায়ান্ট হিসেবে খ্যাত গুগল এই জরিপ কার্যক্রমটি চালায়। গুগলের ধারণা আগামী চার বছরে প্রায় তিন বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করবে। এই পরিমান হবে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক।

গবেষকরা বলেন, ই-কমার্স ইকোনমিতে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে বছরে প্রায় ২০০ মিলিয়ন মানুষ প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করে থাকে।

অন্যদিকে তারের মাধ্যমে বাবহৃত ইন্টারনেট এবং ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিনদিন কমে যাবে।

এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে স্মার্টফোন। আগামী ২০১৬ সলের মধ্যে ৮০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী ইন্টারনেট  ব্যবহার করবে।

২০১০ সালে জি২০ প্রতিনিধিত্বকারী দেশগুলোর আয় ছিল ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যা ইতালি বা ব্রাজিলের অর্থনীতির চেয়ে বেশি।

আন্তর্জাতিক শীর্ষ খবর