দিনাজপুরে ৪ দলীয় জোটের সংবাদ সম্মেলন

দিনাজপুরে ৪ দলীয় জোটের সংবাদ সম্মেলন

আগামী ২৯ জানুয়ারি দিনাজপুরে গণমিছিল সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে ৪ দলীয় জোট ও সমমনা দলসমূহ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৪ দলীয় জোট ও সমমনা দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল।

সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, ব্যাংকে টাকার হাহাকার, লাগামহীন মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার চরম অবনতি, আইন-শৃঙ্খলার নিষ্ঠুর প্রয়োগে নাগরিক স্বাধীনতার কণ্ঠরোধ, বিদ্যুৎ-গ্যাসসহ সকল প্রকার জ্বালানি তেলের দফায় দফায় মূল্য বৃদ্ধি, বিচার বিভাগসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নগ্ন দলীয়করণ, বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের ব্যর্থতা, যুব সমাজে ভয়াবহ বেকারত্ব, পুঁজিবাজার থেকে লক্ষ কোটি টাকা লুণ্ঠন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন, মামলা-হামলা, রিমান্ড, গুপ্তহত্যা, গুম, খুন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তাসহ সকল অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থতা, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের তা-ব, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্তে মানুষ হত্যায় সরকারের নির্লিপ্ততা, সাংবাদিকদের ওপর নির্যাতন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের নির্লজ্জ অপচেষ্টার প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমাদের গণমিছিলে বাধা দিলে আইন-শঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ শান্তিপূর্ণভাবে গণমিছিল সফল করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেগম রেজিনা ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পদক রফিকুল ইসলাম পাভেল, সদর উপজেলা ভাইস  চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভূট্টোসহ ৪ দলীয় জোট ও সমমনা দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে জোট নেতারা গণমিছিলের সমর্থনে জেল রোড, গনেশতলা, চারু বাবুর মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন।

রাজনীতি শীর্ষ খবর