মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ডেমক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান ত্যাগ করার হুমকি দিয়েছিলেন। তার বক্তব্য দেয়ার সময় বেশ কিছু বিক্ষোভকারী সমকামীদের জন্য সমঅধিকার দাবি করে বিক্ষোভ করায় তিনি এ ধরনের হুমকি দেন। ওয়াশিনটনের তিনি ডেমক্রেটিক পার্টির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যের সময় সমকামীদের সমঅধিকার দেয়ার দাবি স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা তার বক্তব্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। হোয়াইট হাউস জানিয়েছে, এমন পরিস্থিতিতে মিশেল ওবামা ডায়াস থেকে সরে গিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাইক নিতে পারেন। তবে আমি চলে যাচ্ছি। কি করবেন সেটা আপনারই সিদ্ধান্ত নেন। এরপর বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, তারা চান মিশেল ওবামা থাকুন। ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়ার পর তিনি মোট ১২ মিনিট বক্তৃতা করেন।