টোকিওতে খাদ্যমন্ত্রীর অবস্থা আশংকামুক্ত

টোকিওতে খাদ্যমন্ত্রীর অবস্থা আশংকামুক্ত

গত মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে সড়ক দুর্ঘটনায় আহত দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের অবস্থা ক্রমশঃ উন্নতি হচ্ছে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, মন্ত্রীর সিটি স্ক্যান করা হয়েছে এবং সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ বা অন্য কোনো ধরনের জটিলতা দেখা যায়নি।

তবে এ মুহূর্তেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে মন্ত্রীকে দেখে এসে জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ মো. আরিফ জানান, তাকে আরো কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার প্রথম সারির নেতারা সর্বক্ষণ মন্ত্রীর পাশে রয়েছেন।

এদিকে, জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) প্রেসিডেন্ট বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে হাসপাতালে দেখতে যান। জাইকার কর্মকর্তারাও তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর রাখছেন বলে জানা গেছে।

রাজনীতি শীর্ষ খবর