অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের।

সেই সঙ্গে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে বলেও জানান তিনি।

লালমনিরহাট যাওয়ার পথে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বগুড়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশের প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগদান করেছে। এটি একটি ভালো দিক। আমরা আশা করি, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সুষ্ঠু সমাধান হবে। আর সমস্যার সমাধান হলেই সব দলের অংশগ্রহণে জাতি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পাবে।”

তিনি বলেন, “জাতীয় পার্টি বর্তমানে মহাজোট সরকারের সঙ্গে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা, কারও লেজুড়বৃত্তি করার জন্য নয়, জাতীয় পার্টির নিজস্ব চিন্তা-চেতনা ও আদর্শ রয়েছে। আগামীতে জনগণের কল্যাণের স্বার্থে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে।”

মতবিনিময় শেষে বিকেল ৩টার দিকে মন্ত্রী লালমনিরহাটের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন।

মতবিনিময়কালে বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর, জেলা জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট আলতাফ আলী, সামছুল আলম তালুকদার, হাজী নুরুল আমিন বাচ্চু, শহিদুর রহমান মন্টু পশারী, লিয়াকত আলী সরকার, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মামুন, ছানাউল্লা ছানা, আব্দুস সালাম বাবু, মামুনুর রশিদ মামুন, আবুল হোসেন, আরিফুল ইসলাম শহীদ, ফরহাদ আলী খোকন, শাহাদত জামান, আবু সাইদ, মাকছুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া দুইটার দিকে মন্ত্রী বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর