প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, খাল কেটে কুমির আনার সুযোগ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের গণতন্ত্র নিয়ে আর কাউকে খেলা করতে দেয়া হবে না।
শনিবার সকালে গণভবনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উদ্যোগে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে যে সব নির্বাচন হয়েছে তার একটি নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকার বিশ্বাসী। ভোট চুরির নীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। কখনো করবেও না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি থাকে বলেও বলেন তিনি।
শেখ হাসিনা আসন্ন চার সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীরা অংশ নেয়ায় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি আগামী সংসদ নির্বাচনেও তিনি অংশ নেবেন।
তৃণমূল নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং ফরিদপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।