হেলিকপ্টার দুর্ঘটনার স্বীকার ইরানের প্রেসিডেন্ট

হেলিকপ্টার দুর্ঘটনার স্বীকার ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও একদল সরকারি কর্মকর্তা বহনকারী একটি হেলিকপ্টারকে রবিবার উত্তরাঞ্চলীয় ইরানের একটি পার্বত্যাঞ্চলে জরুরি অবতরণে বাধ্য করা হয়। প্রেসিডেন্টসহ তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক ওয়েবসাইটে বলা হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলট এলবুর্জ পর্বত শ্রেণীতে নিরাপদে অবতরণে সক্ষম হন।
ওয়েবসাইটে আরও বলা হয়, সৃষ্টিকর্তার রহমতে প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন। অবতরণের পর তিনি গাড়িতে করে গন্তব্যে যান এবং প্রকল্পের উদ্বোধন করেন। ফিরেও আসেন গাড়ি করেই।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আহমেদিনেজাদের দ্বিতীয় মেয়াদের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। আগামী ১৪ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আহমেদিনেজাদের মেয়াদ শেষ হবে ৩ আগস্ট।

 

আন্তর্জাতিক শীর্ষ খবর