রেল মন্ত্রণালয় তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী: সুরঞ্জিত

রেল মন্ত্রণালয় তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী: সুরঞ্জিত

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সবচেয়ে বিভ্রান্তিমূলক ও আত্মঘাতী সিদ্ধান্ত ছিল রেল মন্ত্রণালয়কে তুলে দেওয়া।

এ সিদ্ধান্ত বাংলাদেশকে অনেকটাই পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা চেম্বার্স অব কমার্স আন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে `রিভাইভাইভাল অব রেলওয়ে পোটেনশিয়াল রোল ফর বিজনেস এক্সপানশন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেলওয়ের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি রেলপথে ঘুরে দেখেছি যাত্রীরা রেলেই ফিরে এসেছে। তারা সড়ক পথের যাতায়াতে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মধ্যে ছিল।

তিনি আরও বলেন, কেবল মন্ত্রণালয় বানালে হবে না। রেলওয়েকে তার নিজস্ব বাজেট করার অধিকার দিতে হবে।

ডিসিসিআইর এ সভাপতি আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদাদন আহমেদ, রেল সচিব ফজলে কবির, রেলওয়েরে অতিরিক্ত মহাপরিচালক এম শাহজাহান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম বসুনিয়া প্রমুখ।

অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর