বিজয় নিশ্চিত হওয়ার পর ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বলেছেন, দু’জনে মিলে রাজনীতির মাঠে ‘এক প্রীতিম্যাচ’ খেলার। ওদিকে নওয়াজ শরীফকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি শিগগিরই নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করার কথাও বলেছেন। নওয়াজ শরীফকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ইতিমধ্যে নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ওলসন। তিনি পাকিস্তানের সঙ্গে তার দেশের প্রতিশ্রুতি রক্ষা করে চলার বিষয় তুলে ধরেন। মঙ্গলবার রাতে নওয়াজ ছুটে যান শওকত খানম ক্যাসনার হাসপাতালে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আহত পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। তার স্বাস্থ্যের বিভিন্ন খোঁজখবর নেন নওয়াজ। কিছু সময় অতিবাহিত করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, আমরা একত্রিত হয়েছি। খান সাহেবের সুস্থতা কামনা করেছি এবং তার প্রতি আহ্বান জানিয়েছি আমার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। তার সঙ্গে আমার আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমার আহ্বানে সাড়া দিয়েছেন তিনি। নওয়াজ শরীফ বলেন, ইমরান খানের সঙ্গে তার পুরনো বিরোধের নিষ্পত্তি হয়েছে। তিনি ইমরান খানকে বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, কোন ব্যক্তির বিরুদ্ধে অন্য কারও তিন দিনের বেশি রাগ করে থাকা উচিত নয়। সেই শিক্ষা থেকে তিনি ইমরান খানকে পুরনো সব রাগ, ক্ষোভ ভুলে যাওয়ার আহ্বান জানান। এ সময় একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। নওয়াজ বলেন, ইমরান দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার ব্যথা কমেছে। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। তিনিও আমাকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমরা দেশকে সঙ্কট থেকে উত্তরণে একত্রিত হয়ে কাজ করতে সম্মতি প্রকাশ করেছি। এ জন্য ইমরান খান তার নিজের জন্য কিছুই চাননি। তাই আমি ইমরান খানের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চাই। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নওয়াজ শরীফ বলেন, তিনি যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চান। অথচ নির্বাচনের আগে পাঞ্জাবে নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে কথা বলেছিলেন ইমরান খান। কিন্তু রোববারের নির্বাচনে পিএমএলএন যখন নিশ্চিত হয় যে, নির্বাচনে তারা বিজয়ী হতে চলেছে তখন ইমরান খানের নাম উল্লেখ না করেই তিনি বলেন যারা প্রচারণার সময় তাদের বিরুদ্ধে আক্রমণ করে কথা বলেছেন তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। ওদিকে গতকাল পিএমএলএন থেকে একটি বিবৃতিতে বলা হয়, নওয়াজ শরীফকে ফোন করে ওবামা মার্কিন জনগণের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নওয়াজের সাহসের প্রশংসা করেন তিনি। এ সময় ওবামা পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। জবাবে তাকে ধন্যবাদ জানান নওয়াজ। হবু প্রধানমন্ত্রী নওয়াজকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কংগ্রেস দলীয় ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী।