ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর প্রভাবে উপকূলে জোয়ার ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় চট্টগামের আনোয়ারা, সীতাকুণ্ড, সন্দীপসহ উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে।
এছাড়া কক্সবাজার থেকে দেড় লাখ, বাগেরহাট থেকে ১ লাখ, পিরোজপুর থেকে ৬০ হাজার, বরগুনা থেকে ৫০ হাজার, পটুয়াখালী থেকে ১ লাখ, নোয়াখালী থেকে ২৫ হাজার এবং ঝালকাঠি থেকে ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের বুধবার রাত ৩টার আপডেট অনুযায়ী, ‘মহাসেন’ মংলা থেকে ৩৮৫ কি. মি. দক্ষিণে, কক্সবাজার থেকে ৪৫০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৫০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, সকালে নয়, বৃহস্পতিবার দুপুর নাগাদ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহাসেন।