দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩ কার্যদিবস পর সর্বনিম্ন লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন, ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকা। এর আগে ২০১১ সালের ৩ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১৮১ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ৭৭ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৪৮৬ পয়েন্টে। যা গত ৫৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।