জিডিপি সাড়ে ৬ থেকে ৭ শতাংশ প্রক্ষেপণ করে সংকোচনমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন মুদ্রানীতিতে (জানুয়ারি-জুন) মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের যোগান খানিকটা কমিয়ে আনা হয়েছে।
এ খাতের ঋণ প্রবাহের পরিমাণ ১৬ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করেন।
এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে।