নির্বাচনে বিজয়ের তিনদিন পর গতকাল মঙ্গলবার পিএমএল (এন) নেতা শাহবাজ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী হাফিজ আফজাল করিম এবং ড. মোহাম্মদ আফজাল ধান্দলাসহ আরো অনেকে তাদের দলে যোগ দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাহির ইকবাল এবং নাঈম ভবাহ নওয়াজের দলে যোগদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া সিদ্দিক খান বেলুচ এবং আব্দুল রেহমান দলের নেতাদের সঙ্গে যোগদানের বিষয়ে আলোচনা করছেন। এক্ষেত্রে অনেকে শর্ত জুড়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জারদারির কাছ থেকে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে শাহবাজ শরীফ বলেন, আমরা কারো সমালোচনা করতে চাই না এবং আমরা আইন অনুযায়ীই কাজ করব। ডন জানিয়েছে, ইমরান খানকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা-ভাবনা করছেন নওয়াজ শরীফ। পাঞ্জাব প্রদেশে প্রাদেশিক পরিষদে ৩৪ জন স্বতন্ত্র প্রার্থী পিএমএল (এন) এ যোগ দিয়েছেন।
পিএমএল (এন) চায় একটি ফলপ্রসূ মন্ত্রিসভা গঠন করতে। তবে বর্তমানে মন্ত্রিসভা ছোট আকারের হবে। গতকাল নির্বাচন পরবর্তী এক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। যেসব স্বতন্ত্র প্রার্থী সরকারে যোগ দেবেন তাদের মন্ত্রিসভায় রাখতে পারেন নওয়াজ। তবে গুরুত্বপূর্ন পদগুলো তার দলের হাতে থাকবে। ইতোমধ্যে ইশাক দারকে অর্থমন্ত্রী করার বিষয়টিতে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইশাক দার নওয়াজের আগের এক আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মন্ত্রীর দায়িত্ব পালনে অনেককে সবুজ সংকেত দেয়া হয়েছে।
নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। ভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাউ জানিয়েছে, কর্মব্যস্ততার জন্য মনমোহন সিং শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এদিকে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গতকাল নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করেছেন।
নওয়াজ শরীফকে শেখ হাসিনার অভিনন্দন
বাসস :প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) জয়লাভ করায় দলের নেতা নওয়াজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার এক বার্তায় বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, নওয়াজ শরীফের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা প্রদর্শনের জন্য পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেও অভিনন্দন জানান।