আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার দুপুরে সচিবালয়ে বিসিএস-অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, “আমার ধারণা, ঘটনা যেভাবে ঘটছে তাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে।
“কেউ যদি ভেবে থাকে, ডিসেম্বরের পরও আমরা ২০-২৫ দিন ক্ষমতা কনটিনিউ করবো, তাহলে বোকামি হবে।”
২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়। সে বছর ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।
আগামী ২৪ জানুয়ারি সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তার আগের তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের বিধান রয়েছে।
বিসিএস-অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রোকেয়া সুলতানার নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।