সাভার ট্র্যাজেডিতে নিহত কয়েক শ’ শ্রমিকের অবস্থাকে ‘শ্রম দাস’ প্রথা হিসেবে উল্লেখ করেছেন পোপ ফ্রানসিস। এ ঘটনার নিন্দা জানিয়েছেন, ব্যথিত হয়েছেন একজন শ্রমিক মাসে মাত্র ৩৭ ডলার বেতনে জীবন নির্বাহ করেন জেনে। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে একটি সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ বক্তব্য রাখেন। তার এই বক্তব্য নিয়ে গত দু’দিন আন্তর্জাতিক মিডিয়াসহ দেশী-বিদেশী বিভিন্ন সংবাদ মাধ্যম ফলাও করে রিপোর্ট প্রকাশ করে। বুধবার পোপ ফ্রানসিস ভ্যাটিকানের রেডিওতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিবৃতি দেন। সেখানে তিনি বাংলাদেশের শ্রমিকদের এ অবস্থাকে ‘শ্রম দাস’ প্রথা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের অনেককে মাসে মাত্র ৩৭ ডলার বেতন দেয়া হতো। একেই বলে ‘শ্রম দাস’। তিনি বলেন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টির ক্ষমতা, কাজ করার ক্ষমতা ও সম্মান দিয়েছেন। অথচ আজকের দুনিয়ায় এভাবে দাসত্ব চলছে। তিনি মালিকদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায্য পাওনা দিচ্ছেন না। চাকরি দিচ্ছেন না। আপনারা শুধু ব্যালেন্স শিট দেখেন। শুধু মুনাফা হলো কিনা তা-ই দেখেন। এটা তো সৃষ্টিকর্তার বিরোধিতা। বেকারত্ব দূরীকরণে রাজনৈতিক নেতাদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পোপ। সাভার ট্র্যাজেডিতে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জানি না কতজন ভাই-বোনকে এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে!
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে নির্বাচিত দৃঢ়চেতা পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারের ভাষণে ‘স্বার্থবাদী মুনাফা’ প্রথার বিরুদ্ধে বৃহত্তর ‘সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, যখন কোন সমাজ এমন হয় যে, সেখানে সবাই কাজের সুযোগ পাচ্ছে না, কাজের মূল্য দিয়ে তোষামোদি করা হচ্ছে সেই সমাজে কিছু অন্যায় রয়ে যায়। এটা সৃষ্টিকর্তার প্রতি সাক্ষাত বিরোধিতা।
সৌজস্যেঃ মানব জমিন