পাকিস্তানের লাহোরে হৃদরোগের ভেজাল ওষুধ সেবনে গত তিন সপ্তাহে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।
একই কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৪০০ জন।
ভেজাল ওষুধ বিতরণ করার অভিযোগে স্থানীয় তিন ওষুধ কোম্পানির মালিকদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া স্থানীয় কোম্পানির কাছ থেকে সস্তায় ওষুধ কেনার জন্য পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিকে দায়ী করা হয়েছে।
গণমাধ্যমে এসব তথ্য জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাবাজ শরীফ।
এ মাসের শুরুর দিকে হৃদরোগের কারণে প্রায় ৩৬ জন মারা গেছে বলে জানিয়েছেন লাহোরের ইনস্টিটিউট অব কার্ডিওলজির কর্মকর্তারা। মঙ্গলবার থেকে মৃতের সংখ্যা বাড়ছে।
মারা যাওয়া ও অসুস্থরা সবাই দীর্ঘদিন ধরে পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজি থেকে বিনা মূল্যে হৃদরোগের ওষুধ সেবন করে আসছিল। প্রথম দিকে ওই রোগীদের ডেঙ্গু আক্রান্ত মনে করা হলেও পরে দেখা যায় তারা হৃদরোগী।