হলমার্ক-ডেসটিনির বিরুদ্ধে শিগগিরই চার্জশিট: দুদক চেয়ারম্যান

হলমার্ক-ডেসটিনির বিরুদ্ধে শিগগিরই চার্জশিট: দুদক চেয়ারম্যান

হলমার্ক-ডেসটিনির বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

বুধবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৩’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘‘দুর্নীতির ক্ষেত্র চিহ্নিত করার জন্য আমরা গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিই।”

অনেক বড় বড় দুর্নীতি মিডিয়ার কারণে উদঘাটিত হয়েছে দাবি করে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘গত এক বছরে ১২ শতাধিক প্রতিবেদন আমরা প্রাথমিকভাবে গণমাধ্যম থেকে নিয়েছিলাম। তার মধ্যে যাচাই-বাছাই কমিটি ১৮১টি প্রতিবেদন অনুসন্ধানযোগ্য বলে বিবেচনা করে। কিন্তু সবগুলো আমরা অনুসন্ধান করতে পারিনি। ৪০টি প্রতিবেদন আমরা অনুসন্ধান করেছি আর ৩৫টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য।”

তিনি আরও বলেন, ‘‘অনেকে মনে করেন শুধু সরকারি অফিসেই দুর্নীতি হয়। কিন্তু হলমার্ক-ডেসটিনি-এরা কিন্তু সরকারের নয়। বেসরকারি প্রতিষ্ঠানের। যদিও এর সঙ্গে সরকারি ও প্রভাবশালী লোক জড়িত রয়েছেন। ’’

হলমার্কের ঘটনায় আরও মামলা হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানান, সোনালী ব্যাংক থেকে ৩৫শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বিরুদ্ধে শতাধিক মামলা হবে। এরইমধ্যে কয়েক ডজন মামলা হয়েছে।

ইউনিপে টু ইউ, বিসমিল্লাহ গ্রুপসহ বেশ কিছু বড় বড় দুর্নীতির ঘটনা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘এমন অসংখ্য ঘটনা ঘটছে যার প্রধান হোতা প্রাইভেট সেক্টর। এসব দুর্নীতির উদঘাটন সম্ভব হত না, যদি মিডিয়া সহযোগিতা না করত।’’

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পাঁচ জন সাংবাদিকককে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ, যুগান্তরের স্পেশাল করেসপন্ডেন্ট মিজান মালিক ও বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত এবং ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে একই পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন মুন্নী ও আরটিভির বিশেষ প্রতিবেদক বায়েজিদ আহমেদ। রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ প্রতিষ্ঠানটি এবছরই প্রথম এই অ্যাওয়ার্ড চালু করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য দি ডেইলি ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, দুদকের কমিশনার মো. বদিউজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর