প্রথম অফিস করলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রথম অফিস করলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে অফিস করলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুুল হামিদ অ্যাডভোকেট। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর গতকাল বুধবার বেলা ৩টায় তিনি বঙ্গভবনে যান। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমার দায়িত্বকাল মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি যতদিন থাকি ততদিন যেন বঙ্গভবনের ভাবমূর্তি রক্ষা করে চলতে পারি। সুন্দরভাবে, ইজ্জতের সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই। এর আগে বঙ্গভবনের জনবিভাগ ও আপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অস্থায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। অফিস শুরুর পূর্বে অস্থায়ী রাষ্ট্রপতিকে বঙ্গভবনের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন তার সহকারী সামরিক সচিব কর্নেল জাকির হোসেন।

আবদুল হামিদ অ্যাডভোকেট প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এ সময়কালটা ছিলো মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের। তার ইন্তেকালের কারণে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এটা আমার জন্য পীড়াদায়ক। জিল্লুর রহমানের সাথে আমার ৪৭ বছরের সম্পর্ক। তার মৃত্যুর পর এ জায়গায় আসতে হবে তা কল্পনা করিনি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, পার্লামেন্ট সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে। বঙ্গভবনে কোনো অনুষ্ঠান বা উপলক্ষ ছাড়া আসা হয়নি। দায়িত্ব পালনে আমি জনবিভাগ ও আপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা চাই। তিনি বলেন, সব কিছু আইন ও নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। আমার কাজে আইনের কোনো ব্যতয় হলে তা বলে দিতে হবে। আমি আমার প্রাধিকারের বাইরে কোনো কিছু নেব না। আমার যেকোনো ত্রুটি যে ধরিয়ে দেবেন তাকে আমি বন্ধু হিসেবে বিবেচনা করবো।

তিনি বলেন, আমাদের দেশ গরিব। এ দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে শুধু সরকারের নয় আপামর জনগণকে বিশেষ করে সকল প্রশাসনের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তিনি প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ না করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের সেবার মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে।

পরে বিকালে প্রথম কার্যদিবসে অস্থায়ী রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর