ভারতে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এ নিয়ে আবারো সরব দলের নেতাকর্মীরা। চলছে বিতর্ক। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একমাত্র’ রাহুল গান্ধীই হবেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। গত মঙ্গলবার দলটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কংগ্রেস জানায়, তাদের সকল নেতাকর্মী মনে-প্রাণে বিশ্বাস করেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন এবং তারা নিশ্চিত তিনি এদেশের কান্ডারি হবার ভার কাঁধে তুলে নেবেন। কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার মত সকল গুণাবলী রাহুলের আছে। তার নিজের মত করে চিন্তা করার এবং দূরদর্শী ক্ষমতা রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপযুক্ত হবেন এবং দেশকে এগিয়ে নিতে পারবেন।
এদিকে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ইউপিএ সরকারে ‘দ্বিকেন্দ্রিক ক্ষমতা’ (প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী) ব্যর্থ হয়েছে। তবে সোনিয়া সরকারের কাজে হস্তক্ষেপ করেন না বলে উল্লেখ করেন দিগ্বিজয় সিং। তিনি মনে করেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হলে রাহুল তার মা সোনিয়া গান্ধীর সিদ্ধান্তের পুনরাবৃত্তি করবেন না। বিরোধীদল বিজেপির আপত্তির মুখে ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হননি সোনিয়া।