রেকর্ডই গড়লো বার্সেলোনা

রেকর্ডই গড়লো বার্সেলোনা

স্পোর্টস রিপোর্টার: দুই এল ক্ল্যাসিকো ও এসি মিলানের কাছে হার, কঠিন সমালোচনায় বার্সেলোনা। সে সমালোচনার জবাব দিতে ন্যু ক্যাম্পকেই বেছে নিলো কাতালানরা। যার সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে এই আর্জেন্টাইন নিজে করলেন দুই গোল, করালেন আরও দুটি। এতেই রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট নিশ্চিত করলো বার্সেলোনা।
প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হারে কোয়ার্টার ফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছিল কাতালানরা। সে শঙ্কাকে উড়িয়ে দিয়ে মেসি, ভিয়া, জর্দি আলবার কল্যাণে মিলানকে হারালো ৪-০ গোলে। হোম-অ্যাওয়ে মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আট নিশ্চিত করে তারা। ইতিহাসের প্রথম দল হিসেবে ২ গোলের ঘাটতি পুষিয়ে নিয়ে আট বছরের মধ্যে চতুর্থ শিরোপার আশা টিকিয়ে রাখলো বার্সেলোনা। একই সঙ্গে টানা ষষ্ঠ মওসুম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাভি-ইনিয়েস্তারা। এদিন এসি মিলান সমর্থকদের প্রত্যাশার বাড়া ভাতে ছাই ঢেলে দিতে মেসিকে সাহায্য করেন জাভি, ইনিয়েস্তা, জর্দি আলবা, ডেভিড ভিয়া, দানি আলভেজরা। সবাই নিজ নিজ জায়গায় থেকে খেলেছেন নিজেদের সেরা ফুটবলটা। বার্সা ফুটবলারদের সম্মিলিত কারিশমার কাছে উড়ে গেছে সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন্স এসি মিলানের প্রত্যাশা, স্বপ্ন- সবকিছুই। ম্যাচ শেষ তা স্বীকারও করেছেন মিলান কোচ। যোগ্য দল হিসেবে জয় পাওয়াতে বার্সাকে বাহবাও দিয়েছেন তিনি।
মিলানের মাঠে প্রথম লেগে হারের পর এল ক্লাসিকোতে টানা হারে ভেঙেই পড়েছিল বার্সা। পরের রাউন্ডে উঠতে হলে অবশ্যই ন্যু ক্যাম্পে জিততে হবে, কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে। এতে শুরুতেই গোলের ক্ষুদা পেয়ে বসে বার্সেলোনাকে। খেলা শুরুর মাত্র ৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি। বাম পায়ের এক চকিত শটে এসি মিলানের জাল কাঁপিয়ে দেন এই ফুটবল জাদুকর। গোল খেয়ে উজ্জীবিত হওয়ার বদলে বার্সার আক্রমণাত্মক ফুটবলের কাছে বারবার পরাজিত হয় এসি মিলান। বিরতির ৫ মিনিট আগে দিয়ে মেসি নিজের দ্বিতীয় গোল করেন। দলকে উজ্জীবিত করে তোলেন এক অনন্য অর্জনের পথে। দুই লেগে ফিরে আসে সমতা। ৫৫ মিনিটে ডেভিড ভিয়ার গোলে মিলানের ওপর আরও চেপে বসে বার্সা। এতেই এসি মিলানের ফুটবলারদের শরীরী ভাষায় ফুটে উঠে অসহায়ত্ব। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী কাকে বলে সেটা পুরোমাত্রায় টের পায় মিলানের ফুটবলাররা, একই সঙ্গে সারা বিশ্ব। এই আক্রমণাত্মক ফুটবলে খেলার অন্তিম মুহূর্তে জর্দি আলবার গোলটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবেগে ঢেকে দেয় পুরো ন্যু ক্যাম্পকে। সেই আবেগে ছিল নিন্দুকদের কথাকে মিথ্যা প্রমাণ করার এক অনাবিল আনন্দ। এদিন বার্সার সঙ্গে শেষ আটের দেখা পেয়েছে গ্যালাতাসারে। তুর্কি ক্লাবটি দ্বিতীয় লেগে শালকের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। নিজেদের মাটিতে ১-১ গোলে ড্র করে খানিকটা পিছিয়ে পড়েছিল সাবেক শিরোপাজয়ী দলটি। কিন্তু জার্মানদের মাটিতে প্রথমে গোল হজম করেও অসামান্য দৃঢ়তায় জয় ছিনিয়ে নেয় তারা। দলটির প্রথম একাদশেই ছিলেন আইভরিয়ান তারকা চেলসি থেকে উপেক্ষিত দিদিয়ের দ্রগবা এবং ডাচ তারকা স্নেইডার। দুই লেগে ৪-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্যালাতাসারে।

অন্যান্য খেলাধূলা