গত দশ সপ্তাহে এই প্রথম ডলারের বিপরীতে ভারতীয় রুপি শক্তিশালী অবস্থায় রয়েছে। ডলারের বিপরীতে রুপির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০ রুপি।
ইউরোর চেয়ে রুপির মূল্য বেড়ে যাওয়ায় বিদেশি বিনিয়োগ এবং স্থানীয় তহবিল ও ঋনের শক্ত অবস্থানকেই মনে করা হচ্ছে।
নভেম্বরের ১৪ তারিখের পর বিনিময় যোগ্য রুপি মূল্য ছিল ৫০ দশমিক শূণ্য ২ থেকে ৪ রুপির মধ্যে। এর আগে মূল্য ছিল ৫০ দশমিক শূণ্য ৯ থেকে ১০ এর মধ্যে। মঙ্গলবার সকাল নয়টা দুই মিনিটে এর সর্বোচ্চ মূল্য ছিল ৪৯ দশমিক ৯৫ রুপি।
গত বছরে রুপির মূল্য দশ শতাংশ কমে যাওয়ার পর এখন পর্যন্ত এর উন্নতি ঘটেছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। এক হিসেবে দেখা যায় ইউরোর মূল্য রুপির কাছাকাছি অবস্থান করছে। ২০১২ সালের প্রথম বিশ দিন স্টক মার্কেটে রুপির মূল্য ছিল বেশি।