‘শাহবাগের আন্দোলন সরকারের সব কলঙ্ক মুছতে পারবে না’

‘শাহবাগের আন্দোলন সরকারের সব কলঙ্ক মুছতে পারবে না’

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ বলেছেন, শাহবাগের আন্দোলন সরকারের সব কলঙ্ক মুছে দিতে পারবে না। শেয়ারবাজার কলঙ্ক, হলমার্ক কলঙ্ক, পদ্মাসেতু কলঙ্ক, প্রকাশ্যে বিশ্বজিৎ হত্যাকান্ডের কলঙ্ক মুছবে কীভাবে? এরশাদ বলেন, পবিত্র ইসলামকে হেয় করা কিংবা ইসলামের পরিপন্থী কোন তৎপরতা জাতীয় পার্টি মেনে নেবে না। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুলশানস্থ ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন এরশাদ। তিনি বলেন, দেশ এখন মহাসংকটে নিমজ্জিত। একমাত্র জাতীয় পার্টিই এই পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে পারে। এই সব বিপর্যয় থেকে উত্তরণের জন্য দেশের মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। এরশাদ বলেন, মহান একুশ আমাদের আবেগ, স্বাধীনতার চেতনা ও প্রেরনার উৎস। এই মহান আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিসিক্ত করার জন্য অনেক অবদান রেখেছি। ১৯৮৭ সালে আমরা সংসদে আইন পাশ করে সর্বস্তরে বাংলা প্রচলন বাধ্যতামূলক করেছিলাম। শহীদ মিনারের আদি নক্্শা অনুযায়ী অনেক অসম্পন্ন  কাজ সম্পন্ন করেছি। সব সাইনবোর্ড  বাংলায় লেখা বাধ্যতামূলক করেছি। ভাষা আন্দোলনে শহীদ শফিকুর রহমানের স্ত্রী এবং শহীদ রফিকের মাকে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতা প্রদানের পদক্ষেপ নিয়েছি। শহীদ রফিকের মায়ের জন্য আবাসিক বাড়ি নির্ধারনের ব্যবস্থা করেছি। গণতন্ত্রকে রক্ষার জন্য আজ আমাদের দীপ্ত শপথ নিতে হবে। শপথ নিতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে।
এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলওয়ার হোসেন খান, এস এম এম আলম, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান হিমু প্রমূখ।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর