পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে চীনের একটি বেসরকারি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে চীনের রাষ্ট্রদূত জি লিং এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “চীনের রাষ্ট্রদূত লি জিং এর সঙ্গে একটা বেসসরকারি পার্টিতে মিলিত হয়েছিলাম। সেই পার্টিতে চায়নার একটা বেসরকারি সংস্থা ‘ব্যাংক চায়না ডেভলপমেন্ট ব্যাংক’ পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। তারা ২ শতাংশ সুদে আমাদের টাকা দিতে চাই। এটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি।”
চীনের ওই সংস্থার প্রস্তাব ভেবে দেখছে সরকার বলে জানান তিনি।
তিনি জানান, চীনের এই প্রস্তাব অনেক ভাল।