অবশেষে লাইসেন্স পাওয়ার চূড়ান্ত অনুমোদন পেলো আরো দু’টি নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক মোট সাতটি নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিলো।
নতুন ব্যাংক দু’টি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ফার্মার্স ব্যাংক ও প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এসএম মনিরুজ্জামানের মিডল্যান্ড ব্যাংক।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাকি ৫টি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড।
সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের এ সংক্রান্ত বৈঠক শুরু হয়ে চলে সাড়ে চারটা পর্যন্ত।
পরিচালনা পর্ষদের সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে ব্যাংকগুলোর পক্ষে এর প্রধান নির্বাহীরা বোর্ডের কাছে তাদের ব্যবসায়িক প্রস্তাবনা তুলে ধরেন।
গত ৫ ফেব্রুয়ারি অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হচ্ছে, ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, মেঘনা ব্যাংক, এনআরবি কমার্সিয়াল ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেড। শেষোক্ত দু’টি ব্যাংক প্রবাসীদের মালিকানাধীন।
জানা গেছে, অনুমোদন পাওয়া ব্যাংক দু’টিকে এখন জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিতে হবে। ওই নিবন্ধন জমা দেওয়ার পরই ব্যাংক দু’টি লাইসেন্স পাবে বলে জানা গেছে।
এদিকে এর আগে অনুমোদন পাওয়া ৫ ব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের ‘নো অবজেকসন’ সাটির্ফিকেট পেয়েছেন।
সরকারের ইচ্ছানুযায়ী বাংলাদেশ ব্যাংক মোট ৯টি ব্যাংকের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের এপ্রিল মাসের ৩ তারিখে প্রবাসীদের মালিকানাধীন তিনটি বাণিজ্যিক ব্যাংক এবং ৮ এপ্রিল দেশীয় উদ্যোক্তাদের মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে আবেদন পত্র আহ্বান করে। আবেদনের সময় বেঁধে দেওয়া হয় একই বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে মোট ৩৭টি আবেদন জমা পড়ে।