সংবিধান ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সেনাবাহিনী প্রতিহত করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদর দপ্তরের অফিসার্স মেসে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলদের এক সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন। খবর: বাসস।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি, আপনারা সংবিধান ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সকল শক্তি দিয়ে প্রতিহত করবেন।’
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সেনাবাহিনীর পিঠে চড়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান।
‘অনেক সময় কুচক্রী মহল হীন স্বার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে’ উল্লেখ করে তিনি বলেন, ‘অধঃস্তনেরা যাতে এ ধরনের বিরূপ প্রপাগান্ডার শিকার না হন, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিশ্বাসী। সেই লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সম্প্রতি রাষ্ট্রীয় ঋণচুক্তির আওতায় রাশিয়া থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।