নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তায় রিট

নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তায় রিট

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনে সরকারের নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে এ রিট আবেদন তুলে ধরা হয়।

রিট আবেদন করেন অ্যাডভোকেট চৌধুরী মো. রেদুয়ানই খোদা, অ্যাডভোকেট জাবেদ ইসলাম শুসান ও ব্যারিস্টার রেদুয়ান আহম্মেদ রঞ্জিত।

এই পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দাখিল করতে পরামর্শ দেন আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট শোয়েব উদ্দিন খান।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট শোয়েব উদ্দিন খান বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করে সরকার নির্বাচন কমিশনকে সহাযতা করেননি। এটি সংবিধানের ১২৬ অনুচ্ছেদের লঙ্ঘন। এছাড়া স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন বিধিমালা) ২০১০ বিধি ৩(২) এর সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, যেহেতু আজকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে, সেহেতু বিষয়টির সুরাহা না করে আমাদেরকে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।

বাংলাদেশ