অস্ত্র ক্রয়ে কোনো ধরনের অস্বচ্ছতা নেই

অস্ত্র ক্রয়ে কোনো ধরনের অস্বচ্ছতা নেই

সম্প্রতি রাশিয়া থেকে আট হাজার কোটি টাকার অস্ত্র ক্রয় চুক্তির ব্যাপারে কোনো ধরনের অস্বচ্ছতা নেই বলে দাবি করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ফ্যালকন সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানায়।
এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আব্দুল মতিন ও সহকারী বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন। তাঁরা ওই অস্ত্র চুক্তির বিষয়ে কথা বলেন এবং এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, এই আট হাজার কোটি টাকার অস্ত্র ক্রয়ে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ ও তাদের মতামত নিয়ে এ ক্রয় চুক্তি করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, এক বিলিয়ন ডলারের (আট হাজার কোটি টাকা) অস্ত্র কেনা হবে। সেটা সাড়ে ৪ শতাংশ বার্ষিক সুদে পরিশোধ করা হবে। এ ঋণ ব্যবহারের সময়কাল ২০১৩-১৭ সাল পর্যন্ত। এর পরও চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। ২০১৮ সালের ১৫ এপ্রিল থেকে ২০ কিস্তিতে ১০ বছর ধরে এ ঋণ পরিশোধ করা হবে। সেটা সেনাবাহিনীর বার্ষিক বাজেট থেকে এই অর্থ পরিশোধ করা হবে। দেশ ও সেনাবাহিনীর প্রয়োজন এবং প্রতিরক্ষাকে সুরক্ষিত করতে এসব অস্ত্র সরঞ্জামের তালিকা করা হয়েছে।
সাংবাদিকদের পক্ষ থেকে অস্ত্র ক্রয় চুক্তির ব্যাপারে মন্ত্রিসভায় আলোচনা না করার কারণ জানতে চাওয়া হলে ব্রিফিংয়ে বলা হয়, চুক্তিটি অস্বচ্ছ নয়; কিন্তু গোপনীয়তা রক্ষা করা হয়েছে। সামরিক বাহিনীর জন্য সব ধরনের সরঞ্জাম কেনার ব্যাপারে গোপনীয়তা রক্ষার রীতি আছে।
বাংলাদেশের মতো দেশের এত অস্ত্র কেনার প্রয়োজনীয়তার ব্যাপারে জানতে চাওয়া হলে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে বলা হয়, এই সংখ্যাটা বড় নয়। একসঙ্গে কেনা হচ্ছে বলে বড় মনে হচ্ছে। কিন্তু আগেও এ ধরনের সরঞ্জাম অনেক কেনা হয়েছে। আর উচ্চ সুদের ব্যাপারে প্রশ্ন করা হলে জানানো হয়, এটা চড়া সুদ নয়। এর চেয়ে বেশি সুদেও সামরিক বাহিনীর জন্য সরঞ্জাম কেনা হয়েছে।

 

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর