২ দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) উৎসব বুধবার নানান আনুষ্ঠানিকতায় শুরু হতে যাচ্ছে।
এ উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য সকল সিটি কর্পোরেশনের অনুকরণীয় কার্যক্রম সম্পর্কে মতবিনিময়ের পাশাপাশি জনগণের সবচেয়ে কাছের এই প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে সচেতনতা বাড়ানো।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বুধবার সকাল ১০টায় শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দেশের সব ক’টি সিটি কর্পোরেশনের মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ উৎসবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নূর আফরোজ আলী বিশেষ অতিথি থাববেন।
২ দিনের এই উৎসবে থাকছে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা সমূহ পরিদর্শন, অনুকরণীয় চর্চা উপস্থাপন, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কেসিসি, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ও নাগরিক ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।