সরকার স্থায়ী উন্নয়ন করতে চায়: বাণিজ্যমন্ত্রী

সরকার স্থায়ী উন্নয়ন করতে চায়: বাণিজ্যমন্ত্রী

সরকার দেশে স্থায়ী উন্নয়ন করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শনিবার দুপুরে মিরপুর-১-এর শাহ আলী সিটি করপোরেশন বাজারকে ফরমালিনমুক্ত আদর্শ বাজার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “সরকার দেশে স্থায়ী উন্নয়ন করতে চায়। একটা ভালো উদ্যোগ নেওয়া হলো, তা পরে আর চললো না। এ ধরনের উদ্যোগের প্রতি আমার আস্থা নেই। তাই ফরমালিনমুক্ত প্রচারণা বেসরকারি উদ্যোগে সরকার সমর্থন দিয়েছে।”

মন্ত্রী বলেন, “মানুষের সচেতনতা বেড়েছে। সরকারও কঠোর হয়েছে। ফলে দেশে ফরমালিনের চাহিদা ও ব্যবহার কমেছে। ফরমালিন নিয়ন্ত্রণে সরকার এ ব্যাপারে আইন প্রণয়নসহ সব ধরনের কাজ করবে।”

জিএম কাদের বলেন, “ব্যবসায়ীদের সদিচ্ছা ও সরকারি বিভিন্ন উদ্যোগের ফলে জনসচেতনতা বেড়েছে। আগে সরকারি চেষ্টায় এসব বন্ধ করা যায়নি। সরকার লোক নিয়োগ দিলে বা ফরমালিন শনাক্তকরণ মেশিন দিলে কিছুদিন ভালোভাবে চলে তা বন্ধ হয়ে যেত। কিন্ত ব্যবসায়ীদের উদ্যোগে হওয়ায় এ কাজের ধারাবাহিকতা ঠিক থাকবে।”

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে ইসলামী ব্যাংক লিমিটেডের অর্থায়নে শাহ আলী বাজারে ফরমালিন ডি-হাইড্রেড মেশিন স্থাপনের করা হয়।

মন্ত্রী এসময় আনুষ্ঠানিকভাবে শাহ আলী সিটি করপোরেশন বাজারকে ‘ফরমালিনমুক্ত আদর্শ বাজার’ ঘোষণা করেন।

এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, পরিবেশ আইনজীবী সমিতি বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, শাহ আলী সিটি করপোরেশন বাজারের কাজী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে এফবিসিসিআই’র উদ্যোগে এবং বাজার সমিতির সহযোগিতায় মালিবাগ, শান্তিনগর, মহাখালী, গুলশান ও মোহাম্মদপুর, কাপ্তান বাজারে ফরমালিন শনাক্তকরণ মেশিন স্থাপিত হয়েছে।

হাকিম আলী বলেন, “ফরমালিন শনাক্তরণ মেশিন স্থাপনের পর বাজারের বিক্রি বেড়ে যায়। পযার্য়ক্রমে ঢাকার প্রধান প্রধান কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করা হচ্ছে। ব্যাংকসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, ফরমালিন বিষ থেকে সবার মুক্ত থাকা জরুরি।”

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি শীর্ষ খবর