রোববার পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতিবাচক মন্তব্যের বিষয়ে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেছেন, এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। আমি মনে করি, বাজার নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালমান এফ রহমান। পরে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যতদূর সম্ভব পুঁজিবাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছিলাম। স্থিতিশীল তো হয়েই গিয়েছিল। তবে বর্তমানে বাজার একটু খারাপ রয়েছে। ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে সালমান এফ রহমান বলেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুটা পরিষ্কার হওয়া দরকার। কোথাও কোথাও বলা হচ্ছে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হবে শুধু পরিশোধিত মূলধনের ওপর ভিত্তি করে। এটা আসলে ভুল। কারণ, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন, রিজার্ভ ও রিটার্ন আর্নিং যোগ করে মোট ক্যাপিটালের ওপর ভিত্তি করেই তা ধরা হয়। তিনি বলেন, গত রোববার অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে, মূলধনের ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের বিধান রেখেই আইন সংশোধন করা হচ্ছে। এতে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সহসাই কমার কোন সুযোগ নেই। এটা একটা আন্তর্জাতিক চর্চা। তাই আমি মনে করি, সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে বাজারের জন্য ভাল ফল বয়ে আনবে।